প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র, কুড়িগ্রাম
পরিচিতি :
দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে পূনর্বাসনমূলক চিকিৎসা সেবাসহ তাদের সমাজের মূলস্রোতধারাতে সংযুক্ত করার লক্ষ্যে ২০০৯-২০১০ অর্থ বছরে প্রথমবারের মত মতো দেশের পাঁচটি জেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র চালু করা হয়। ২০১০ সালের ২রা এপ্রিল আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধী ও সেবা ও সাহায্য কেন্দ্র শীর্ষক কর্মসূচি উদ্বোধন করা হয়। পরবর্তীতে প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের সেবা কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হওয়ায় দেশব্যাপি ৬৪ জেলার প্রত্যেক উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র সম্প্রসারিত করা নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় বর্তমানে দেশের ৬৪ টি জেলা ও ৩৯ টি উপজেলায় মোট ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু রয়েছে, এবং বাকি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র সম্প্রসারনের কার্যক্রম চলমান আছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রাম ২০১৪-১৫ অর্থবছরের মার্চ মাস থেকে কার্যক্রম শুরু করে। ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থােো ব্যক্তিদেরকে বিনামূল্যে সনাক্তকরণ, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে থেরাপিউটিক সেবা প্রদান, সহায়ক উপকরণ বিতরণ, এনডিডি কর্ণার সেবাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রদও সেবা সমূহ :
১. প্রতিবন্ধিতা সনাক্তকরণ, ধরণ ও মাএা নির্ণয়
২. ফিজিওথেরাপি
৩. স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
৪. অকুপেশনাল থেরাপি
৫. শ্রবন মাএা নির্ণয়
৬. দৃষ্টি শক্তির মাএা নির্ণয়
৭. কাউন্সিলিং
৮. এনডিডি কর্ণার সেবা
৯. মোবাইল থেরাপী ভ্যান ক্যাম্পেইন
১০. সহায়ক উপকরন বিতরন
১১. রেফারেল সেবা
১২. সচেতনতামূলক কার্যক্রম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস